তৃণমূল ত‍্যাগী প্রাক্তন পৌরপ্রধানের বিরুদ্ধে তোপ দাগলেন বর্তমান পৌর প্রশাসক

18th December 2020 9:18 pm বাঁকুড়া
তৃণমূল ত‍্যাগী প্রাক্তন পৌরপ্রধানের বিরুদ্ধে তোপ দাগলেন বর্তমান পৌর প্রশাসক


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  'উনি ছ'শো কোটি দেনা করে গেছেন'। শুক্রবার বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের চক বাজারে দলের বঙ্গ ধ্বণী যাত্রায় বক্তব্য রাখতে গিয়ে সদ্য তৃণমূল ত্যাগী ও প্রাক্তন পৌর প্রধান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম না করে এই দাবি করলেন ঐ পৌরসভার বর্তমান প্রশাসক দিব্যেন্দু ব্যানার্জী। তিনি তাঁর বক্তব্যের সমর্থণে আরো বলেন, 'চার মাসে জীতেনের হোটেলের বিল চার লাখ টাকা'। 'আরো কিছু দিন থাকলে মিউনিসিপিল্যাটিও খাওয়া হয়ে যেতো' বলে তিনি দাবি করেন।  এক টানা ৩৫ বছর বিষ্ণুপুরের পৌরপ্রধান থাকলেও উনি কাজ করার সুযোগ পাননি দাবী করলেও নিজের কাজ ঠিক গুছিয়ে নিয়েছেন, দাবী বর্তমান প্রশাসকের। বর্তমান 'প্রশাসক' পরিসংখ্যান দিয়ে বলেন, এখন ওনার 'দুর্গাপুরে ফ্ল্যাট, কলকাতায় তিনটে ফ্ল্যাট, আসানসোল, মেদিনীপুরে দু'টো করে ফ্ল্যাট রয়েছে বলে তিনি দাবি করেন। এখনো পর্যন্ত শহরে একটা ডাম্পিং গ্রাউণ্ড তৈরী করতে পারেননি, কারণ ঐ জমি তো উনি বেনামে স্বনামে নিয়ে নিয়েছেন। বর্তমানে তাকে প্রশাসক পদ থেকে সরাতেই তৃণমূল খারাপ হয়ে গেল। কিছু করার ইচ্ছেতেই বিজেপিতে যোগদানের ইচ্ছা বলেও বর্তমান প্রশাসক দাবি করেন।  শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিজেপিতে যাওয়া প্রসঙ্গে বলতে গিয়ে দিব্যেন্দু ব্যানার্জী আরো বলেন, ওনার অবস্থা এখন 'না ঘরে, না বাইরে'। আর সাধারণ কর্মীরা ঐ দলত্যাগী নেতার পাশে নেই বলেও এদিন তিনি দাবি করেন। অন্যদিকে প্রাক্তন পৌর প্রধানকে আক্রমণ শানিয়েছে বিজেপিও। বিষ্ণুপুরের ৫ নং ওয়ার্ডে চা চক্র থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিষ্ণুপুরের প্রাক্তন পৌরপ্রশাসকে তীব্র আক্রমণ করলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সদস্য বিষ্ণুপুরের যুবনেতা জয় দাঁ।তিনি বলেন, যদি ঘরে আসেন তাহলে ঘরের ভিতরে বদলা নেব আর ঘরের বাইরে থাকলে বাইরে থেকে বদলা নেব। বিষ্ণুপুরের মানুষের বিশ্বাস নিয়ে খেলতে আর দেব না তিনি বিষ্ণুপুরে মানুষকে বলেন আপনারা বিজেপির উপরে যে ভরসা আর আস্থা রেখেছেন এবং আশীর্বাদের হাত বিজেপির উপর রেখেছেন সেই বিশ্বাস বিজেপি রাখবে।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।